Join Telegram Group! ডিলিট হওয়া ছবি সহজেই ফিরিয়ে আনুন যে কোন অ্যান্ড্রয়েড ফোন থেকে।। Retrieve Deleted Photos From Android
ডিলিট হওয়া ছবি সহজেই ফিরিয়ে আনুন ।।



ডিলিট হওয়া ছবি সহজেই ফিরিয়ে আনুন ।।
Retrieve Deleted Photos From Android

আমরা অনেক সময় ইচ্ছা করে হোক বা ভুল করে , আমাদের ফোন থেকে অনেক ছবি ডিলিট করে থাকি । কিন্তু মাঝে মাঝে আমাদের কিছু প্রয়োজনীয় ছবিও ডিলিট হয়ে যায় । ফলে আমরা হতাশ হয়ে পড়ি । কিন্তু কি করে এই ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনব তার কোন উপায় জানি না । ফলে আমরা ইউটিউবে বা গুগলে অনেক ঘাটাঘাটি করে থাকি এবং বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে ডিলিট হওয়া ছবি গুলো ফিরিয়ে আনার চেষ্টা করি । কিন্তু কখনো কখনো কিছু ছবি ফিরে আসে । আবার কখনো মোটেও আসে না ।

 তো আজকে আমি আপনাকে এই পোষ্টটির মাধ্যমে বোঝাতে চলেছি কিভাবে আপনার ফোন থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে পারবেন । এর জন্য কোন অ্যাপস বা ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন হবে না । আপনার ফোনের একটি সিস্টেমের মাধ্যমে আপনি সহজেই এই কাজটি করতে পারবেন ।
তো তার জন্য,
 প্রথমে , আপনি আপনার File Manager প্রবেশ করবেন । ফাইল ম্যানেজারে প্রবেশ করার পর Phone Storage / Internal Memory তে যাবেন । কারণ আমাদের ফোনের বেশিরভাগ ছবিই ফোনে স্টোরেজে থাকে । আর এই সিস্টেম টি থেকে আপনি শুধুমাত্র ফোনে স্টোরেজ থেকে ডিলিট হওয়া ছবি গুলো ফিরিয়ে আনতে পারবেন । তো ফোনে স্টোরেজ ওপেন করলে আপনার ফোনের যতগুলো ফোল্ডার থাকবে সবগুলো ফোল্ডার আপনি দেখতে পারবেন । এবার নিচের দিকে দেখেন থ্রি ডট (...) দিয়ে More লেখা একটা অপশন রয়েছে ।
 আপনি ওই থ্রি ডট (...) এর উপর ক্লিক করবেন । তারপর দেখতে পারবেন Show Hidden Files একটা অপশন রয়েছে ।

আপনি জাস্ট এই Show Hidden Files উপর ক্লিক করবেন । এবার আপনার ফোনে স্টোরেজের প্রথম দিকে দেখতে পারবেন আরো অনেকগুলো ফোল্ডার  চলে আসছে । এই ফোল্ডার গুলো আপনার ফোনে হিডেন আকারের  ছিল । কিন্তু এই ফোল্ডারগুলো দেখতে অস্পষ্ট । আর এই ফোল্ডারের নাম ডট (.) দিয়ে শুরু ।



 আর নিচের দিকেই দেখতে পারবেন আপনার মূল ফোল্ডার গুলো রয়েছে , যেগুলো দেখতে স্পষ্ট । তো এবার আপনি ওই অস্পষ্ট ফোল্ডারগুলো অর্থাৎ ডট দিয়ে শুরু ফোল্ডার গুলোর মধ্যে দেখবেন .thumbnails নামের একটি ফোল্ডার রয়েছে।


 এই ফোল্ডারটি ওপেন করুন । .thumbnails ফোল্ডারটি ওপেন করলে দেখতে পারবেন অনেকগুলো ছবি চলে আসছে । যে ছবি গুলো আপনি আপনার ফোন থেকে অনেক আগেই ডিলিট করে দিয়েছইলেন ।

কিন্তু এখানে সমস্যা হলো আপনার ফোন যখন থেকে আপনি ব্যবহার করছেন , তার মধ্যে যদি কখনো রিসেট দেন তাহলে ওই রিসেট দেওয়ার পরে আপনার ফোন থেকে যে ছবিগুলো ডিলিট করবেন ওই ছবিগুলো এখানে পাবেন । তার আগের ছবি গুলো পাবেন না । আশা করি বুঝতে পেরেছেন । এবার এই .thumbnails ফোল্ডারটিকে আপনি কিভাবে আপনার ফোনের মূল ফোল্ডারে নিয়ে আসবেন ?

 তো আপনার ফোনের মূল ফোল্ডারে আনার জন্য এই ফোল্ডারটিকে Rename করতে হবে । আশা করি একটি ফোল্ডার কিভাবে রিনেম করতে হয় তা অবশ্যই জানেন । তারপরও আমি একটু বলে দেই , এই .thumbnails ফোল্ডারটির  ওপর চেপে ধরে রাখবেন অর্থাৎ মার্ক করবেন ।

 তারপর নিচের দিকে দেখতে পারবেন থ্রি ডট (...) একটা অপশন রয়েছে । জাস্ট ওই থ্রি ডট (...) অপশনের উপর ক্লিক করলে Rename অপশনটি পেয়ে যাবেন ।



 এবার  Rename এর উপর ক্লিক করে প্রথমে যে ডট (.) দেওয়া আছে , ওই ডট টি কেটে যে কোন একটা নাম লিখে দিতে পারেন আপনার ইচ্ছামত ।



 তারপর ok তে ক্লিক করে দিবেন । এবার একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এই thumbnails ফোল্ডারটি স্পষ্ট হয়ে গেছে অর্থাৎ আপনার মূল ফোল্ডারে রূপান্তরিত হয়েছে ।

এবার এখান থেকে আপনি আপনার ডিলিট হওয়া ছবি গুলো ব্যবহার করতে পারবেন ।

 আশা করি বুঝতে পেরেছেন । তারপরও যদি কোন কিছু জানার প্রয়োজন হয় তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন । এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।।

Post a Comment

নবীনতর পূর্বতন