ডিলিট হওয়া ছবি সহজেই ফিরিয়ে আনুন ।।
Retrieve Deleted Photos From Android
আমরা অনেক সময় ইচ্ছা করে হোক বা ভুল করে , আমাদের ফোন থেকে অনেক ছবি ডিলিট করে থাকি । কিন্তু মাঝে মাঝে আমাদের কিছু প্রয়োজনীয় ছবিও ডিলিট হয়ে যায় । ফলে আমরা হতাশ হয়ে পড়ি । কিন্তু কি করে এই ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনব তার কোন উপায় জানি না । ফলে আমরা ইউটিউবে বা গুগলে অনেক ঘাটাঘাটি করে থাকি এবং বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে ডিলিট হওয়া ছবি গুলো ফিরিয়ে আনার চেষ্টা করি । কিন্তু কখনো কখনো কিছু ছবি ফিরে আসে । আবার কখনো মোটেও আসে না ।তো আজকে আমি আপনাকে এই পোষ্টটির মাধ্যমে বোঝাতে চলেছি কিভাবে আপনার ফোন থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে পারবেন । এর জন্য কোন অ্যাপস বা ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন হবে না । আপনার ফোনের একটি সিস্টেমের মাধ্যমে আপনি সহজেই এই কাজটি করতে পারবেন ।
তো তার জন্য,
প্রথমে , আপনি আপনার File Manager প্রবেশ করবেন । ফাইল ম্যানেজারে প্রবেশ করার পর Phone Storage / Internal Memory তে যাবেন । কারণ আমাদের ফোনের বেশিরভাগ ছবিই ফোনে স্টোরেজে থাকে । আর এই সিস্টেম টি থেকে আপনি শুধুমাত্র ফোনে স্টোরেজ থেকে ডিলিট হওয়া ছবি গুলো ফিরিয়ে আনতে পারবেন । তো ফোনে স্টোরেজ ওপেন করলে আপনার ফোনের যতগুলো ফোল্ডার থাকবে সবগুলো ফোল্ডার আপনি দেখতে পারবেন । এবার নিচের দিকে দেখেন থ্রি ডট (...) দিয়ে More লেখা একটা অপশন রয়েছে ।
আপনি ওই থ্রি ডট (...) এর উপর ক্লিক করবেন । তারপর দেখতে পারবেন Show Hidden Files একটা অপশন রয়েছে ।
আপনি জাস্ট এই Show Hidden Files উপর ক্লিক করবেন । এবার আপনার ফোনে স্টোরেজের প্রথম দিকে দেখতে পারবেন আরো অনেকগুলো ফোল্ডার চলে আসছে । এই ফোল্ডার গুলো আপনার ফোনে হিডেন আকারের ছিল । কিন্তু এই ফোল্ডারগুলো দেখতে অস্পষ্ট । আর এই ফোল্ডারের নাম ডট (.) দিয়ে শুরু ।
আর নিচের দিকেই দেখতে পারবেন আপনার মূল ফোল্ডার গুলো রয়েছে , যেগুলো দেখতে স্পষ্ট । তো এবার আপনি ওই অস্পষ্ট ফোল্ডারগুলো অর্থাৎ ডট দিয়ে শুরু ফোল্ডার গুলোর মধ্যে দেখবেন .thumbnails নামের একটি ফোল্ডার রয়েছে।
এই ফোল্ডারটি ওপেন করুন । .thumbnails ফোল্ডারটি ওপেন করলে দেখতে পারবেন অনেকগুলো ছবি চলে আসছে । যে ছবি গুলো আপনি আপনার ফোন থেকে অনেক আগেই ডিলিট করে দিয়েছইলেন ।
কিন্তু এখানে সমস্যা হলো আপনার ফোন যখন থেকে আপনি ব্যবহার করছেন , তার মধ্যে যদি কখনো রিসেট দেন তাহলে ওই রিসেট দেওয়ার পরে আপনার ফোন থেকে যে ছবিগুলো ডিলিট করবেন ওই ছবিগুলো এখানে পাবেন । তার আগের ছবি গুলো পাবেন না । আশা করি বুঝতে পেরেছেন । এবার এই .thumbnails ফোল্ডারটিকে আপনি কিভাবে আপনার ফোনের মূল ফোল্ডারে নিয়ে আসবেন ?
তো আপনার ফোনের মূল ফোল্ডারে আনার জন্য এই ফোল্ডারটিকে Rename করতে হবে । আশা করি একটি ফোল্ডার কিভাবে রিনেম করতে হয় তা অবশ্যই জানেন । তারপরও আমি একটু বলে দেই , এই .thumbnails ফোল্ডারটির ওপর চেপে ধরে রাখবেন অর্থাৎ মার্ক করবেন ।
তারপর নিচের দিকে দেখতে পারবেন থ্রি ডট (...) একটা অপশন রয়েছে । জাস্ট ওই থ্রি ডট (...) অপশনের উপর ক্লিক করলে Rename অপশনটি পেয়ে যাবেন ।
এবার Rename এর উপর ক্লিক করে প্রথমে যে ডট (.) দেওয়া আছে , ওই ডট টি কেটে যে কোন একটা নাম লিখে দিতে পারেন আপনার ইচ্ছামত ।
তারপর ok তে ক্লিক করে দিবেন । এবার একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এই thumbnails ফোল্ডারটি স্পষ্ট হয়ে গেছে অর্থাৎ আপনার মূল ফোল্ডারে রূপান্তরিত হয়েছে ।
এবার এখান থেকে আপনি আপনার ডিলিট হওয়া ছবি গুলো ব্যবহার করতে পারবেন ।
আশা করি বুঝতে পেরেছেন । তারপরও যদি কোন কিছু জানার প্রয়োজন হয় তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন । এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।।









একটি মন্তব্য পোস্ট করুন