ব্লগ থেকে টাকা ইনকাম করার ০৫+ টি লাভজনক উপায় – ( make money blogging for beginners )
অনলাইনে ইনকাম করার অনেক গুলো মাধ্যম রয়েছে । যেমনঃ- YouTubing , Blogging , Affiliate Marketing , CPA Marketing , Freelancing ইত্যাদি । কিন্তু তার মধ্যে ২০১৯ সালে ব্লগিং (Blogging), অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই টাকা ইনকাম করার সব থেকে সেরা মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে ।
যারা নতুন ব্লগার , তাদের কাছে যদি প্রশ্ন করা হয় ব্লগ থেকে কি কি মাধ্যমে টাকা ইনকাম করা যায় , তাহলে নতুন ব্লগাররা একটু বিভ্রান্ত হয়ে যাবে । কারন ব্লগ ব্যাপারে ভালো করে জানেই না ।
একটি ব্লগ সাইট তৈরি করে টাকা ইনকাম করার কি কি লাভজনক উপায় রয়েছে , সেই বেপারটা কিন্ত অনেকেই জানে না । যারা জানেন তারা ব্লগিং (blogging) করে প্রতি মাসে প্রচুর পরিমানে অনলাইন থেকে ইনকাম করে নিচ্ছেন ।
ব্লগ সাইট থেকে টাকা ইনকাম করার জন্য , আপনার ব্লগে ভালো পরিমানে ট্রাফিক বা ভিসিটর্স থাকতে হবে । মানে, আপনি যে ব্লগে আর্টিকেল লিখছেন , সেগুলি পড়ার জন্য visitors আপনার ব্লগে আসতে হবে । না হলে আপনি এই ব্লগ সাইট থেকে এক টাকাও ইনকাম করতে পারবেন না ।আর ভাবতে থকবেন ব্লগ সাইট থেকে ইনকাম করা সম্ভব নয় ।
ব্লগে ফ্রি ট্রাফিক বা ভিসিটর্স কিভাবে পাবেন ?
ভিসিটর্স বা ট্রাফিক যে কোনো মাধ্যমেই আসতে পারে , যেমনঃ- Google search , Social media বা Paid traffic । যে মাধ্যমেই হোক ট্রাফিক বা ভিসিটর্স আপনার ব্লগে আসলেই হলো । কিন্তু গুগল সার্চ ইঞ্জিন থেকে ব্লগে আশা ট্রাফিক এখনও পর্যন্ত সব থেকে বেশি লাভজনক হিসেবে প্রমাণিত হয়েছে ।
যারা নতুন ব্লগার , তাদের কাছে যদি প্রশ্ন করা হয় ব্লগ থেকে কি কি মাধ্যমে টাকা ইনকাম করা যায় , তাহলে নতুন ব্লগাররা একটু বিভ্রান্ত হয়ে যাবে । কারন ব্লগ ব্যাপারে ভালো করে জানেই না ।
একটি ব্লগ সাইট তৈরি করে টাকা ইনকাম করার কি কি লাভজনক উপায় রয়েছে , সেই বেপারটা কিন্ত অনেকেই জানে না । যারা জানেন তারা ব্লগিং (blogging) করে প্রতি মাসে প্রচুর পরিমানে অনলাইন থেকে ইনকাম করে নিচ্ছেন ।
ব্লগ সাইট থেকে টাকা ইনকাম করার জন্য , আপনার ব্লগে ভালো পরিমানে ট্রাফিক বা ভিসিটর্স থাকতে হবে । মানে, আপনি যে ব্লগে আর্টিকেল লিখছেন , সেগুলি পড়ার জন্য visitors আপনার ব্লগে আসতে হবে । না হলে আপনি এই ব্লগ সাইট থেকে এক টাকাও ইনকাম করতে পারবেন না ।আর ভাবতে থকবেন ব্লগ সাইট থেকে ইনকাম করা সম্ভব নয় ।
ব্লগে ফ্রি ট্রাফিক বা ভিসিটর্স কিভাবে পাবেন ?
ভিসিটর্স বা ট্রাফিক যে কোনো মাধ্যমেই আসতে পারে , যেমনঃ- Google search , Social media বা Paid traffic । যে মাধ্যমেই হোক ট্রাফিক বা ভিসিটর্স আপনার ব্লগে আসলেই হলো । কিন্তু গুগল সার্চ ইঞ্জিন থেকে ব্লগে আশা ট্রাফিক এখনও পর্যন্ত সব থেকে বেশি লাভজনক হিসেবে প্রমাণিত হয়েছে ।
অনেক নতুন ব্লগার (new blogger) রয়েছেন , যাদের ব্লগে ভালো পরিমানেই ট্রাফিক বা ভিসিটর্স আসছে । কিন্তু তারা নিজের ব্লগ থেকে অধিক পরিমানে টাকা কিভাবে আয় করবেন , সেই উপায় গুলি জানেন না । এতে ব্লগে ভালো ভালো আর্টিকেল লিখেও তাদের ইনকাম অনেক কম হচ্ছে বা এমন অনেকেই আছেন যাদের একেবারেই ইনকাম হচ্ছেনা ।
তাই এই পোষ্টের মাধ্যমে আমি ব্লগ সাইট থেকে ইনকাম করার ৬ টি উপায় বলবো । যেগুলি ব্যবহার করে আপনারা নিজের ব্লগ সাইট থেকে প্রচুর পরিমানে টাকা ইনকাম করতে পারবেন । এই উপায় গুলি ব্যবহার করে প্রায় সকল সফল ব্লগাররা ইনকাম করছে ।পোষ্টটি একটু লম্বা হবে , তবে শেষ পর্যন্ত পড়লে আশা করি উপক্রিত হবেন ।
তাহলে চলুন , আমরা কিভাবে ব্লগ থেকে সহজেই টাকা ইনকাম করা যায় , তার ৫+ টি সেরা উপায় বা মাধ্যমের ব্যাপারে জেনে নেই । (Best ways to earn money from your blog in Bnagla).
ব্লগিং থেকে আয় করার ০৫+ টি প্রমাণিত উপায়
ব্লগ সাইট তৈরি করে ৬ টি মাধ্যমে ইনকাম করতে পারবেন আর
এমনিতে ব্লগিং থেকে ইনকাম করার ১০০ থেকেও বেশি উপায় রয়েছে । কিন্তু, নিচে আমি কেবল সেই উপায় গুলির ব্যাপারে বলবো , যেগুলির মাধ্যমে সহজেই আপনি অধিক পরিমানে টাকা ইনকাম করতে পারবেন ।
০১. Google adsense (গুগল এডসেন্স)
Google Adsence , Google এর একটি অংশ । ২০১৯ সালে ( google adsence ) গুগল এডসেন্স একটি ব্লগ থেকে অনলাইন ইনকামের সব থেকে লাভজনক এবং জনপ্রিয় প্রক্রিয়া হিসেবে প্রমাণিত হয়েছে । এই বেপারে হয়তো আপনিও অবশ্যই জানেন ।
গুগল এডসেন্সের মাধ্যমে আপনারা নিজের ব্লগে বিভিন্ন ধরণের online advertisements দেখাতে পারবেন , এবং যখনি আপনার ব্লগের কোনো ভিসিটর সেই বিজ্ঞাপন দেখবে বা ক্লিক করেন, তখন সেই ad click এর জন্য আপনাকে দেয়া হয় টাকা google adsence থেকে । ব্লগারদের মধ্যে প্রায় ৮৫% ব্লগাররা Google adsense ব্যবহার করেই ব্লগ সাইট থেকে ইনকাম করছেন ।
আপনার ব্লহ সাইটে Adsence Approve হওয়ার পর , Google adsense এর মাধ্যমে আপনারা ব্লগে ভালো CPC এর বিজ্ঞাপন দেখিয়ে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন । এই মাধ্যমে অধিক আয় করার জন্য আপনার ব্লগে অধিক ট্রাফিক বা ভিসিটর্স এর প্রয়োজন ।
ব্লগে বিজ্ঞাপনের মাধ্যমে অধিক আয়ের জন্য গুগল এডসেন্স আপনার ব্লগে আশা ভিসিটরের ইন্টারেস্ট (interest) বা ইচ্ছে হিসেবে বিজ্ঞাপন দেখায় । এতে আপনার ব্লগের ট্রাফিক বা ভিসিটর্সদের আপনার বিজ্ঞাপনে ক্লিক করার সুযোগ বেড়ে যায় । ফলে বিজ্ঞাপন থেকে ইনকামের পরিমাণও বৃদ্ধি পায় ।
তাই, ব্লগ তৈরি করার পর গুগল এডসেন্সের জন্য এপলাই অবশই করুন । কারণ, ব্লগিং থেকে ইনকাম করার Google Adsence এর থেকে সহজ এবং দারুন উপায় আর একটিও নাই ।
0২. ব্লগের মাধ্যমে ফ্রিল্যান্সিং ( Freelencing )
আপনি ব্লগিং করছেন মানে কোনও বিষয়ের ওপর নিশ্চয়ই আপনার কিছু জ্ঞান ও দক্ষতা রয়েছে । যেমন ধরুন আপনি ভাল ডিজাইন করতে পারেন । ব্লগে আপনার এই দক্ষতার প্রচার করুন ও ফ্রিল্যান্স কাজ জোগার করে নিন।
যদি এরকম কোনও দক্ষতাই আপনার না থকে , তাহলেও শুধুমাত্র ব্লগিং সংক্রান্ত টিপস্ , ইউটিউবিং টিপস ইত্যাদি দিয়েই আয় করতে পারেন আপনি । দেখবেন অনেকেই টাকা দিয়ে আপনার পরামর্শ নিচ্ছে , যা এতদিন আপনি বিনামূল্যেই দিয়ে এসেছেন ।
আপনার ব্লগে কিভাবে এটি ব্যবহার করবেন-
- আপনার পাঠকদের জানান কী কী কাজ আপনি করতে চান , তাঁদের আগ্রহ তৈরি করুন , তাঁদের বলুন তাঁর পরিবার ও বন্ধুদের আপনার দক্ষতার কথা জানাতে । তাঁরা যেহেতু ইতিমধ্যেই আপনার ব্লগ পড়েন ও আপনার দক্ষতা সম্পর্কে জানে তাই তাঁরা সহজেই আগ্রহী হবেন ।
- ফ্রিল্যান্সার হিসেবে আপনি কী কী কাজ করতে পারেন তা সংক্ষেপে লিখুন , লিখুন কেন একজন আপনাকে কাজ দেবে , অন্যদের থেকে আপনি কোথায় এগিয়ে , উল্লেখ করুন যোগাযোগের নম্বর ও টাকা ।
- ব্লগ ছাড়া অন্যান্য মাধ্যম যেমন সোশ্যাল মিডিয়া , বিজ্ঞাপন ইত্যাদিতেও আপনার দক্ষতার কথা জানান । যত বেশি সংখ্যক লোক আপনার দক্ষতা সম্পর্কে জানতে পারবে কাজের সুযোগও ততই বাড়বে ।
- যখন কোনও প্রজেক্ট নেবেন , তা দক্ষতার সঙ্গে শেষ করুন এবং আপনার ব্লগ থেকে ইনকাম করুন ।
কত টাকা ইনকাম করতে পারেনঃ- ইনকাম নির্ভর করছে আপনার জ্ঞান ও দক্ষতার ওপর । এছাড়াও আপনার দক্ষতার চাহিদার ওপরও নির্ভর করছে আয়ের পরিমাণ । আপনি যদি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন এবং জটিল প্রজেক্টে কাজ করার উপযোগী হন তাহলেই বাড়বে ইনকাম ।
বেশি ইনকাম করবেন কীভাবে- নিজের কাজের সঠিক মূল্য নির্ধারণ করুন , বুঝতে না পারলে পাঠকদের মধ্যে সমীক্ষা চালিয়ে জেনে নিন আপনার এই কাজের জন্য তাঁরা কত টাকা দিতে চায় । বেশিরভাগ সময়ই ব্লগার নিজের কাজের জন্য কম মূল্য নির্ধারণ করেন , ফলে নিজের উপযুক্ত আয় করতে পারেন না ।
০৩. এফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)
এফিলিয়েট মার্কেটিং এমন একটি অনলাইন মার্কেটিং জার মাধ্যমে আপনি আপনার ব্লগ থেকে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন । কিন্তু, এখানেও আপনার ব্লগের ট্রাফিক বা ভিসিটর্স অধিক হতে হবে ।
আর যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং ভালো ভাবে বুঝতে পারেন তাহলে Google Adsencce এর থেকেও বেশি ইনকাম করতে পারবেন । তবে Google Adsence থেকে ইনকাম কারা সবথেকে সহজ ।।
এফিলিয়েট মার্কেটিং কীভাবে কাজ করেঃ- লেখার সঙ্গে পণ্য বা পরিষেবাটির লিঙ্ক আপনার ব্লগে প্রকাশ করতে হবে । যখন পাঠক সেই লিঙ্কে ক্লিক করে পণ্য কিনবেন তখন আপনি কমিশন পাবেন ।
আপনার ব্লগে কীভাবে এটি ব্যবহার করবেনঃ-
- প্রথমেই বেছে নিন কোন পণ্য বা পরিষেবার মার্কেটিং করতে চান । কয়েকটি প্রচলিত অ্যাফিলিয়েট নেটওয়ার্ক হল আমাজন , দারাজ , বিক্রয় ডট কম ইত্যাদি । এছাড়াও আমাজনের মতো কোম্পানিতে মার্কেটিং অ্যাফিলিয়েট হিসেবে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ রয়েছে ।
- পছন্দের ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র পূরণ করুন । আপনি মার্কেটিং-এর জন্য কী কী কৌশল ও পদ্ধতি ঠিক করেছেন , তা জানাতে হতে পারেন আবেদনের সময় ।
- বেশিরভাগ ওয়েবসাইটই ২৪-৭২ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেয় আপনার আবেদন গৃহীত হল কি না ।
- আবেদন গৃহীত হলে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটিতে লগ-ইন করে বেছে নিতে পারেন আপনার ব্লগের জন্য উপযুক্ত লিঙ্কটি ।
- উপযুক্ত লিঙ্ক বা বিজ্ঞাপনটি আপনার ব্লগে যোগ করার পর দেখে নিন তা ঠিক মতো কাজ করছে কি না ।
এভাবেই, এফিলিয়াট মার্কেটিং এর কাজ করে এবং একজন ব্লগার হিসেবে আপনারা প্রচুর পরিমানে টাকা ইনকাম করতে হবে । একজন ব্লগারের, ব্লগ থেকে সবথেকে বেশি পরিমানে এই এফিলিয়েট মার্কেটিং দ্বারা আয় হতে পারে । একটি ব্লগ থেকে টাকা আয়ের উপায় গুলির মধ্যে, এই মাধ্যম সব থেকে বেশি লাভজনক। তবে শর্ত একটাই , যত বেশি ভিজিটর তত বেশি ইনকাম ।
০৪. অন্যান্য বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ( Advertisement Platforms )
এমনিতে, ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকামের জন্য Google Adsense সেরা । কিন্তু, অনেক সময় অনেক ব্লগ গুগল এডসেন্সের জন্য অনুমোদন (approval) পায়না । ফলে, google adsence এর বিজ্ঞাপন দেখিয়ে ব্লগ থেকে ইনকামের সহজ প্রক্রিয়াটা তারা ব্যবহার করতে পারেনা ।
কিন্তু, আপনারা কি জানেন যে আমাদের কাছে এডসেন্সের থেকেও অনেক সেরা বিকল্প রয়েছে , যেগুলি ব্যবহার করেও ব্লগের আর্টিকেলে advertisements (বিজ্ঞাপন) দেখিয়ে এডসেন্সের মতোই টাকা ইনকাম করা যাবে ।
গুগল এডসেন্সের কিছু সেরা বিকল্পঃ-
যেমন, Infolinks, Media.net, Yllix.com বা propeller ads এই ধরণের advertisement কোম্পানির ব্যবহার করে নিজের ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে ব্লগ থেকে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন । তবে google adsence এর মত সুবিধা পাবান না ।।
যদি Google adsense আপনার ব্লগে এপ্রুভাল পাচ্ছেনা এবং এফিলিয়েট মার্কেটিং করেও আপনার তেমন ইনকাম হচ্ছে না , তাহলে এই অন্যান্য advertisement company গুলিতে রেজিস্টার করে সাথে সাথে আপনার ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করা শুরু করতে পারবেন ।
তবে মনে রাখবেন , যখন আপনার সাইটে Google Adsence এপ্রুভাল হবে না শুধু মাত্র তখনি এই বিকল্প পদ্ধতি ব্যবহার করবেন । কারন এই বিকল্প বিজ্ঞাপন পদ্ধতি ব্যবহার করা অবস্তায় যদি আপনার ব্লগ সাইটের জন্য google adsence এ আপ্লাই করেন , তাহলে কোন দিনও আপনার সাইটে adsence এপ্রুভাল হবে না ।
০৫. নিজের ই-বুক বিক্রি ( E-book selling )
আপনি যদি লেখা লেখি করতে ভালবাসেন । আর আপনার লেখার মান যদি ভালো হয় তাহলে এই সুযোগটি আপনি নিতে পারেন । যখন আপনার একটি ব্লগ থাকবে তখন তাতে প্রত্যেক দিন যদি হাজার হাজার নতুন লোকেরাও আসবেন আপনার ব্লগের আর্টিকেল পড়ার জন্য ।
এক্ষেত্রে লোকেদের প্রয়োজন এবং ইন্টারেস্টের কথা ভেবে আপনি তৈরি করতে পারেন একটি e-book . তারপর নিজের ব্লগের ভিসিটর্স দের কাছে সেই e-book বিক্রি করতে পারবেন , যদি ভিজিটরদের কেনার ইচ্ছা থকে ।
আপনি নিজের experience এবং knowledge এর ব্যবহার করে , একটি কোর্স (course) তৈরি করতে পারেন । যেমন, ইউটিউবিং কোর্স , ব্লগিং কোর্স বা যেকোনো কম্পিউটার কোর্স ইত্যাদি । তবে, নতুন অবস্থায় এই মাধ্যম ব্যবহার করলে কোনো লাভ নাও হতে পারে । কারণ নতুন ব্লগার হিসেবে আপনাকে অনেক কম লোকেরাই জানবেন এবং বিশ্বাস করবেন ।
তাই, যখন ব্লগের ভালো অবস্থা আস্তে আস্তে তৈরি হবে এবং অনেকেই আপনাকে জানবেন ও বিশ্বাস করবেন , তখন E-book selling এর এই মাধ্যম ব্যবহার করে আয় করাটা আপনার জন্য সহজ হয়ে দাঁড়াবে । ব্লগিং থেকে আয় করার এই উপায় অনেক লাভজনক হতে পারে, যদি আপনি নিজের ব্লগের একটি অবস্থান তৈরি করতে পারেন ।
০৬. প্রদত্ত অতিথি পোস্টিং ( Paid guest posting )
একটি ব্লগ তৈরি করার পর আপনার কাছে paid guest posting এর মাধ্যমে টাকা আয় করার সুযোগ তৈরি হবে । Guest posting মানে হলো , এমন এক প্রক্রিয়া যেখানে অন্য অন্য ব্লগাররা অন্য ব্লগ গুলিতে আর্টিকেল লিখে এবং আর্টিকেল লিখার সময় এক বা দুইবার তাদের নিজের ব্লগের লিংক সেই আর্টিকেলে দিয়ে দেন ।
এতে, ব্লগাররা নিজের ব্লগের মার্কেটিং বা প্রচার আপনার ব্লগের মাধ্যমে করেন এবং আপনার ব্লগের থেকে কিছু সংখক ট্রাফিক বা ভিসিটর্স তাদের ব্লগে যায় । তাছাড়া, গেস্ট পোস্টিং এর এক অনেক গুরুত্বপূর্ণ লাভ হলো back link তৈরি করা ।
গুগল সার্চ ইঞ্জিন থেকে বেশি ট্রাফিক বা ভিসিটর্স পাওয়ার জন্য আপনার ব্লগের ব্যাকলিংক (backlink) এর সংখ্যা অধিক হতে হবে এবং guest posting করে ব্লগাররা নিজের ব্লগের quality back link অনেক বেশি পরিমানে বাড়িয়ে নিতে পারবেন ।
তাই আপনার ব্লগ বা ওয়েবসাইটের যদি একটি ভালো অবস্থান তৈরি করতে পারেন বা আপনার ব্লগ যদি জনপ্রিয় (famous) হয়ে যায় , তাহলে অনেক সহজেই অন্য ব্লগারদের থেকে টাকা নিয়ে তাদের আপনার ব্লগে একটি গেস্ট পোস্ট (guest post) করার অনুমতি দিতে পারবেন ।
তবে, প্রথমেই নিজের ব্লগের ভালো অবস্থান তৈরি করুন এবং লোকেদের মধ্যে জনপ্রিয় করে তুলুন ।
আজ যুগ হলো ইন্টারনেটের এবং ইন্টারনেটের মাধ্যমে যে কোনো পণ্য বা সার্ভিসের প্রচার করাটা অনেক সহজ ও লাভজনক । তাই কেবল বড়ো কোম্পানি নয়, ছোট ছোট অনেক কোম্পানি যেমনঃ- blog, website, digital products company, web hosting company, domain company, e-commerce website, local shop রা সফল এবং নামকরা ব্লগারদের টাকা দিয়ে তাদের পণ্যের প্রমোশন (promotion) বা মার্কেটিং (marketing) ইন্টারনেটে করছেন।
আজ প্রায় ৯০% সফল ব্লগাররা এই উপায় গুলি ব্যবহার করেই ব্লগিং থেকে আয় করছেন। তবে একটি ব্লগ থেকে ভালো পরিমানে আয় করার জন্য সবচে আগেই আপনার ব্লগে ভালো সংখ্যায় ট্রাফিক বা ভিসিটর্স থাকতে হবে।
ট্রাফিক বা ভিসিটর্স একজন ব্লগারের জন্য সবকিছু । ব্লগে ভালো পরিমানে ট্রাফিক থাকলে , আপনারা বিভিন্ন মাধ্যম বা উপায় ব্যবহার করে ইন্টারনেট থেকে ইনকাম করতে পারবেন ।
এতক্ষন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।।

একটি মন্তব্য পোস্ট করুন